চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন : লাখ টাকা জরিমানা
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন— ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়নের কাজিরখিল গড়গাঁও সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জেলার বানিয়াচং উপজেলার ছতরঙ্গ রায়েরপাড়ার মোতাব্বির হোসেনের পুত্র রাফিজুল মিয়াকে (২১) একলাখ টাকা জরিমানা করা হয়।