এমসি কলেজের মাঠ রক্ষায় শিক্ষার্থীদের দাবি মেনে নিলেন মেয়র আরিফ
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট এমসি কলেজের ঐতিহ্যবাহী খেলার মাঠ ভূমিখেকোদের হাত থেকে রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন।
শনিবার বিকাল ২টায় সিলেট এমসি কলেজের মাঠের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনের সামনে দিয়ে যাচ্ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় মানববন্ধনে উপস্থিত ছাত্ররা মেয়রের গাড়ি ঘিরে ধরে এবং মাঠ রক্ষার দাবি মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী গাড়ি থেকে নেমে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে ঐতিহ্যবাহী এমসি কলেজের মাঠ রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে বলে ঘোষণা দেন।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন— সাদিকুর রহমান, আহমেদ, শিহাব খান, রুখন আহমদ, তাহিন আহমদ, ইমরান আহমদ, সায়েম, শাব্বির শুভ, সৌরভ কর, আপন, পল্লবী দাস মৌ, রিয়াদ, মিরাজ ও জহিরুল প্রমুখ।