শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা করলেন মমতা
সময় সিলেট ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো গোপালগঞ্জের হলুদ মিষ্টির ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে কলকাতায় আসা বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মাধ্যমে মিষ্টি পাঠান বঙ্গবন্ধুকন্যা। মমতা নিজে যেমন সেই মিষ্টির স্বাদ নিয়েছেন তেমনই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সংসদ সদস্য সুব্রত বক্সিসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে পাঠিয়েছেন।
মঙ্গলবার রাতে রাজারহাটের ইকো পার্কের নৈশভোজে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতেই আবেগাপ্লুত মমতা দেশ-বিদেশের অতিথিদের সামনেই বঙ্গবন্ধুকন্যার পাঠানো মিষ্টির ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন— ‘শেখ হাসিনা এত মিষ্টি পাঠিয়েছেন, তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভালো-আমি অনেক লোককেই ওই মিষ্টিটা পাঠিয়েছি, তারা খেয়ে খুব খুশি। সবাই বলেছেন— এর স্বাদ একটু অন্যরকম। ওই মিষ্টিটা খুব প্রিয়। আমি দেখেছি যে, বাংলাদেশ সবসময় ওই মিষ্টিটাই প্রেফার করে।’
সঙ্গে সঙ্গে কলকাতার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস মমতাকে জানান— ‘ওটা গোপালগঞ্জের মিষ্টি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভোরে বানিয়ে দিনে দিনেই সেটা আপনাকে পাঠানো হয়েছে।’
পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলাদেশ থেকেও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে সাতজন সরকারি কর্মকর্তা ও জনা ২৫ শিল্পোদ্যোক্তা এসেছেন কলকাতায়। এদিন রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শিল্প সম্মেলনের উদ্বোধনেও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন মমতা। পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন।
এমন বাণিজ্য সম্মেলন যে দুই বাংলার সম্পর্ক আরও সুদৃঢ় করবে তা আবেগদীপ্ত কণ্ঠে তুলে ধরেন তিনি। দুই বাংলার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী।
পরিচয়-পর্ব চলাকালীন কলকাতায় নবনিযুক্ত উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াসকে উদ্দেশ করে মমতা বলেন— ‘আগের উপ-হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ ভালো ছিল। আপনি নতুন এসেছেন, আপনার সঙ্গে আজই প্রথম দেখা হলো। যোগাযোগ রাখবেন।’
পদ্মাপারের বাণিজ্যমন্ত্রীর কাছে মমতা বঙ্গবন্ধুকন্যার স্বাস্থ্যের খবর জানতে চাইলে টিপু মুনশি বলেন— ‘হ্যাঁ, উনি ভালো আছেন।’ এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানতে চান ‘আপনি কেমন আছেন?’ মমতা বলেন— ‘চলে যাচ্ছে।’