হাটখোলায় কিশোর কিশোরী ক্লাবে সচেতনতামূলক সভা
সংবাদ বিজ্ঞপ্তি
বুধবার দুপুর ১১ টায় সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজাগাঁও উচ্চ বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব আয়োজিত বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, তালাক, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাস্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
প্রোগ্রাম অফিসার শামছুন্নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন— হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. রফিকুজ্জামান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ শাবাজ মিয়া, ফিল্ড সুপারভাইজার জয়নারায়ন চন্দ্র মোহন্ত ও রেজাউল করিম, জেন্ডার প্রোমোটার উষা রাণী দাস, ক্লাব কো-অর্ডিনেটর আলেয়া খাতুন প্রমুখ।
সংগীত শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভার শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্লাব সদস্য লুৎফাতুন লিসা স্বাগত বক্তব্য দেন। সভায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।