সিলেটে আবদুল মুহিতকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
স্টাফ রিপোর্টার
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লাশবাহী গাড়ি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় আজ রোববার দুপুর ১২টায়। নগরের ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পৌঁছানোর পর লাশবাহী গাড়ি থেকে শহীদ মিনার প্রাঙ্গণে কালো কাপড় দিয়ে নির্মিত মঞ্চে রাখা হয় সাবেক অর্থমন্ত্রীর নিথর দেহ।
লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর আগেই শহীদ মিনারে ছিল বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ঢল। সব শ্রেণি-পেশার মানুষ আবুল মাল আবদুল মুহিতকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ফুল হাতে উপস্থিত হয়েছিলেন।
শহীদ মিনারে লাশ পৌঁছানোর পর সশস্ত্র সম্মাননা জানানো হয়। পরে আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরপরই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন।
শ্রদ্ধা জানান পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, সাংসদ আবদুস শহীদ, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সিলেট সিটি করপোরেশনের মেয়র, সিলেট জেলা পরিষদ, ভারতীয় হাইকমিশনার, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মহানগর পুলিশ কমিশনার, চেম্বার অব কমার্স, কৃষক লীগ, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এ ছাড়া সিলেটের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকেও শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।