সিলেট ইয়াং স্টারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
সামাজিক সংগঠন সিলেট ইয়াং স্টারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ মে) বিকেলে সিলেটের সুবিদবাজারস্থ সংগঠনের স্থায়ী অফিসে নিম্ন আয়ের মানুষদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল— দুধ, চিনি, ময়দা, লাচ্ছি, সেমাই ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেট ইয়াং স্টারের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌরভ সোহেল, সাধারণ সম্পাদক মো. রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান ইমাম হাসান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক লায়েক আহমদ, সদস্য মনির মিয়া, তোফায়েল আহমদ, নাছির মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে সিলেট ইয়াং স্টারের সহযোগী সংগঠন ছাতক ইয়াং স্টার নগদ অর্থ বিতরণ, জগন্নাথপুর ইয়াং স্টার খাদ্য সামগ্রী ও ঢাকা ইয়াং স্টার খাদ্যসামগ্রী বিতরণ করেছে।