শিক্ষায়ও দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ: পরিকল্পনামন্ত্রী
সময় সিলেট ডেস্ক
যাতায়াত, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি সূচকের পাশাপাশি শিক্ষায়ও দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। সেইসঙ্গে অর্থনৈতিকভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। কথাগুলো বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
মন্ত্রী এম এ মান্নান আরও বলেন— দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গর্ব। এ বিদ্যালয়ের শত শত কৃতী শিক্ষার্থী দেশের উন্নয়নে নিয়োজিত রয়েছেন। আজ তারা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দেশের উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই হিসাবে ২০১৯ সালে শতবর্ষ পূর্ণ হয়। তবে করোনা মহামারির কারণে ওই বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দীক, বীরপ্রতীক এনায়েত হোসেন সুজা, সাবেক সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরে আলম সিদ্দিকী জুয়েল, প্রবীণ আওয়ামী লীগ নেতা শওকাতুল হক কামাল চৌধুরী প্রমুখ।