সিলেট জেলা যুব জমিয়তের ঈদ পূর্নমিলনী ও শিক্ষা সফর সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট জেলা যুব জমিয়তের ঈদ পূর্নমিলনী ও শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের মাধবপুর লেক ও জাতীয় উদ্যান লাউয়াছড়ায় ঈদ পূর্নমিলনী ও শিক্ষা সফরে আনন্দ, খোশগল্পে মেতে উঠেন যুব জমিয়তের নেতারা।
শনিবার (৭ মে) সিলেট নগরী থেকে তারা মৌলভীবাজারের মাধবপুর লেক ও জাতীয় উদ্যান লাউয়াছড়ায় যান। সেখানে আনন্দ, খোশগল্প, সাংগঠনিক কর্ম পরিকল্পনা’সহ নানা বিষয়ে পরষ্পরের সৌহার্দ্যমূলক সময় কাটান।
জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জফির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খানের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী এতে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সাংগঠটনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা নুমান, মাওলানা জুবায়ের, মাওলানা আব্দুল মালিক, মাওলানা কামরুল, মাওলানা আব্দুল কাদির সালপহী প্রমুখ।