চুনারুঘাটে ১৩ মামলার আসামি গ্রেফতার
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে সবুজ মিয়া (৩০) নামে ১৩ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে উপজেলার কবিলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ মিয়া ওই এলাকার কুদ্দুছ মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন— গ্রেফতারকৃত সবুজ ১৩ মামলার পলাতক আসামি। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছিল। তা ছাড়াও সবুজের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে সোমবার হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।