ফেঞ্চুগঞ্জে ভেঙে পড়ল ৫০ বছরের পুরনো খাদ্য গুদাম
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া জিরোপয়েন্টে ভেঙে পড়েছে অর্ধশতবর্ষী একটি গুদামঘর। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকালে অশনির প্রভাবে বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত ছিল। দুপুরে হযরত গোলাপশাহ রহ. মাজারের প্রবেশদ্বারে পরিত্যক্ত গুদামটি ধসে পড়ে।
জানা গেছে— খাদ্য গুদাম হিসেবে পরিচিত ভবনটি প্রায় ৫০ বছর আগে নির্মিত। তৎকালীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক গুদামটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় চুরি হয়ে যায় গুদামের লোহার তৈরি দরজা ও রেলিং। গুদামের ছাদে ঘাস-লতা জন্মে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থাতেও স্থানীয়রা বোরো মৌসুমে গুদামে অল্প সময়ের জন্য ধান মাড়াই ও সংরক্ষণ করতেন।সম্প্রতি গুদামটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে ভেতর মানুষ প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান— গুদাম ধসের খবর পেয়ে তিনি উপজেলা উপ সহকারী প্রকৌশলীকে সেখানে পাঠান। তিনি প্রতিবেদন জমা দিলে মাসিক সভায় সিদ্ধান্তক্রমে গুদামটি বিক্রির জন্য টেন্ডার আহ্বান করা হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সুদর্শন সরকার বলেন— অকেজো গুদামটি ভেঙে পড়ার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। ভেঙে পড়া ইট-পাথর যাতে লুট না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ইট-পাথর চুরি হলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।