জামালপুরে আবার চলবে শাকিব খানের সেই সিনেমা
বিনোদন ডেস্ক
শত বছরের পুরোনো একটি আইন দেখিয়ে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছিল জামালপুরে জেলা প্রশাসন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে যায়। অনেক নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরাও এ প্রতিবাদে সামিল হন।
দিনভর সমালোচনা, প্রতিবাদের পর অবশেষে জানা গেল— ‘গলুই’ সিনেমা চলবে জামালপুরে। জেলার তিনটি অডিটোরিয়ামে সরকারি অনুদানের সিনেমাটি চলতে আর কোনো বাধা নেই।
সিনেমার নির্মাতা এস এ হক অলিক নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান— তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে এখন থেকে পুনরায় জামালপুরের তিনটি অডিটোরিয়ামে ‘গলুই’ দেখা যাবে। এ বিষয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এস এ হক অলিক।
তিনি লিখেছেন— জামালপুরের তিনটি অডিটোরিয়ামে ‘গলুই’ প্রদর্শিত হতে আর কোন বাধা নেই। ধন্যবাদ, মাননীয় তথ্য মন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় তথ্য সচিব মহোদয়। বাংলা চলচ্চিত্র কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যারা ‘গলুই’ এর পাশে ছিলেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকল মাধ্যমের সাংবাদিক ভাই বন্ধু, টেলিভিশন এবং চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকল নির্মাতা,অভিনয়শিল্পী ও কলাকুশলীবৃন্দ ও গুরুজন। বাংলা চলচ্চিত্রকে ভালবেসে যারা গলুই-এর পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই সিনেমা হল মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের। শুধু ‘গলুই’ নয়; আসুন, এভাবেই এগিয়ে নিয়ে যাই বাংলাদেশের ছবিকে।
উল্লেখ্য, ‘গলুই’ সিনেমাটি ঈদ উপলক্ষে দেশের ২৮টি পর্দায় মুক্তি পায়। সিনেমাটির অধিকাংশ শুটিং হয়েছে জামালপুরে। কিন্তু এই জেলায় মাত্র একটি সিনেমা হল। তাই সংশ্লিষ্টরা উদ্যোগ নিয়ে সেখানকার তিনটি অডিটোরিয়ামে ‘গলুই’ প্রদর্শনীর ব্যবস্থা করেন।
কিন্তু কদিন আগে হুট করে জেলা প্রশাসক অডিটোরিয়ামে ‘গলুই’-এর প্রদর্শনী বন্ধ করে দেন। এ নিয়ে সিনেমা অঙ্গনে প্রতিবাদের ঝড় ওঠে। অবশেষে সেই প্রতিবাদের ফল এলো।
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘গলুই’। সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। এতে শাকিব খান ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন— আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।