গোলাপগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিল অনুষ্ঠিত
সময় সিলেট ডট কম
সিলেটের গোলাপগঞ্জে বিএনপি-জামায়াত চক্রের অব্যাহত বিরোধিতার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) বিকেল ৫টায় মিছিলটি উপজেলার পৌর শহরের দাঁড়িপাতন চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পৌর শহরের চৌমুহনীতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এনায়েত করিম খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খাঁন।
বক্তব্য রাখেন— আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জাহেদ আহমদ, লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতার হোসেন, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা, ইউপি সদস্য হোসেন আহমদ খোকা, আওয়ামীলীগ নেতা জালাল সিদ্দিকী, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, শাহিন আহমদ, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, আসাদ উদ্দিন, কাওছার আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আকবর হোসেন লাভলু, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, যুবলীগ নেতা রাসেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক পিনু, ছাত্রলীগ নেতা আরাফাত হক, সাকিল হোসেন, মাহফুজুর রহমান নাজির, সাইফুল হোসেন, তামভীর হোসেন, আবু তাহের শুভ, বিজয় দাস সানী, সাইবুল ইসলাম, সুহিন আহমদ, ডেনি আহমদ, আব্দুল মাহিদ শাওন, কানন আহমদ জুয়েল, মাসুম আহমদ, ইফতেখার আহমদ, রুবেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন— আওয়ামীলীগের উন্নয়ন দেখে বিএনপি জামাত-শিবিরের লোকেরা দিশেহারা হয়ে গেছে। তারা আওয়ামীলীগকে ক্ষমতা থেকে সরাতে ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশী বিদেশী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এক হয়ে বিভিন্ন ছক আঁকছে। এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন— বিএনপি-জামায়াত মনে করছে দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে৷ তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে সেটা সম্ভব ছিল না।
এ সময় বক্তারা গোলাপগঞ্জ উপজেলাকে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের ঘাটি উল্লেখ করে বলেন— মেয়র রাবেলের হাতে গোলাপগঞ্জ উপজেলায় হাজার হাজার দলীয় নেতাকর্মী তৈরী হয়েছে। সুতরাং গোলাপগঞ্জে বিএনপি জামাতের ষড়যন্ত্র রুখতে মেয়র রাবেলকে পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ফিরিয়ে দিতে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত আহবান জানান।