‘কোভিড নিয়ন্ত্রণ ও টিকা কার্যক্রমে বাংলাদেশ আমেরিকা থেকে এগিয়ে’
সময় সংগ্রহ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন— ‘বিশ্ব ব্যাংক আমাদের কাছে পরামর্শ চেয়েছে, কীভাবে আমার এত সুন্দরভাবে কোভিড নিয়ন্ত্রণ করেছি এবং এক দিনে সোয়া কোটি টিকা দিয়েছি। বিশ্ব ব্যাংক বলেছে, আপনারা আমাদের এটি লিখিত আকারে দেন, যাতে অন্য দেশগুলোর সঙ্গে শেয়ার করতে পারি।’
বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন (সিআরডিপি-২) প্রকল্পের অধীনে মানিকগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক আরও বলেন— ‘কোভিড নিয়ন্ত্রণের জন্য আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। কোভিড নিয়ে অনেক সমালোচনা ছিল। কোভিড নিয়ন্ত্রণে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। তারা এটাও বলেছে, আমেরিকা বাংলাদেশের চেয়ে অনেক দিক দিয়ে এগিয়ে। তবে কোভিড নিয়ন্ত্রণে এবং টিকা কার্যক্রমে বাংলাদেশ আমেরিকার থেকে অনেক এগিয়ে। এটি আমাদের কাছে গর্বে বিষয়।’
বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশের ৩৫০ মিলিয়ন (ইউএস) ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আটকে ছিল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন— ‘আমরা বিশ্ব ব্যাংকে বললাম আমাদের এই টাকা আপনারা ছেড়ে দেন। আমরা তো ভালো কাজ করেছি। আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে পরের দিনই বিশ্ব ব্যাংক সেই আটকে থাকা টাকা বাংলাদেশ সরকারের কাছে ছেড়ে দিয়েছে।’
বিশ্বে যুদ্ধবিগ্রহের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং বৈদেশিক মুদ্রারও অভাব দেখা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন— ‘আমরা স্বাস্থ্যখাতের জন্য বিশ্ব ব্যাংকের কাছে ১ বিলিয়ন ইউএস ডলার চেয়েছি, যা বাংলাদেশি টাকায় ৯ হাজার কোটি টাকা। সেটিও তারা দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতে বিশ্ব ব্যাংক স্বাস্থ্যখাতের জন্য এই সহযোগিতা আমাদের করবে বলে জানিয়েছে।’
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীনসহ অনেকে।