হাজীদের সেবায় সৌদী যাচ্ছেন মন্ত্রী-সচিবসহ ৫৩২ কর্মকর্তা
সময় সিলেট ডেস্ক
প্রতি বছরই হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সৌদী আরবে পাঠায় সরকার। এ বছর হাজিদের সেবায় সৌদী যাবেন ৫৩২ সরকারি কর্মকর্তা। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, চিকিৎসক থেকে শুরু করে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা।
এ বছর সাড়ে ৫৭ হাজার জন পবিত্র হজ পালন করতে সৌদী আরবে যাওয়ার কথা রয়েছে। সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার মুসল্লি। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন বাকিরা।
সরকারি কর্মকর্তার সৌদী যাওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন— এবার যাচ্ছেন মাত্র ৫৩২ জন। অন্যান্য বছর হজ মৌসুমে হজযাত্রীদের সহায়তা করতে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ লোক সৌদী আরবে যেতেন। এবার যাচ্ছেন মাত্র ৫৩২ জন। বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন অন্য সময়ের তুলনায় অর্ধেক। সে হিসাবে ৯০০ কর্মকর্তা-কর্মচারী যাওয়ার কথা। আর এটা আমাদের নয়, সৌদী সরকারই করেছে।
‘আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করছি। এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একটি প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। অপর প্যাকেজটির খরচ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।’