আবেদনময়ী লুকে ক্যামেরায় ধরা পড়লেন দীপিকা
বিনোদন ডেস্ক
এবারের কান উৎসব দীপিকা পাড়ুকোনের জন্য অন্য রকম পাওয়া। ৭৫তম এই আয়োজনে অফিশিয়াল শাখায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। উৎসব শুরুর পর থেকে ঘুরেফিরেই তাঁকে আসতে হয়েছে লালগালিচায়। কানের ক্যামেরায় আবেদনময়ী রূপে ধরা পড়লেন এই বলিউড তারকা।
গত ২৬ এপ্রিল বিচারকের তালিকায় নাম দেখে চমকে যান এই অভিনেত্রী। কানের ওয়েবসাইটে এই অভিনেত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয় ভারতের অভিনেত্রী ও প্রযোজক হিসেবেছবি: ইনস্টাগ্রাম
এবারের কানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট লিন্ডন। তাঁর সঙ্গে থাকা আট জুরি সদস্যের একজন দীপিকা।
দীপিকা পাড়ুকোন ছাড়া এর আগে ভারত থেকে কানের বিভিন্ন শাখায় জুড়ি সদস্য হিসেবে আমন্ত্রিত হয়েছেন মিরা নায়ার, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, নন্দিতা দাস, শেখর কাপুর, ঐশ্বরিয়া রায় প্রমুখ।