কানাইঘাটে বন্যা দুর্গতদের মধ্যে পুলিশের খাদ্য বিতরণ
কানাইঘাট সংবাদদাতা
সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে কানাইঘাটে বন্যা দুর্গত গৌরিপুর-কুওরঘড়ি এলাকার প্রায় ২শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কানাইঘাট থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সোমবার দুপুর ১টার দিকে বন্যা দুর্গত এসব পরিবারের মধ্যে নানা ধরনের শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শাহারিয়ার বিন সালেহ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন— থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) দিলীপ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী’সহ কানাইঘাট থানার বিভিন্ন ইউনিয়নের বিট অফিসারবৃন্দ।