গোয়াইনঘাটে জেলা যুব জমিয়তের ত্রাণ সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
বন্যাকবলিত এলাকা সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট জেলা যুব জমিয়ত।
সোমবার (২৩ মে) দিনব্যাপী উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন— যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা জফির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি আমির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সুলতান আহমদ প্রমুখ।
এ সময় যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন— এই এলাকা বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে বন্যাদুর্গতের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।