ধর্মপাশায় প্রতিবন্ধী স্কুল স্থাপনের স্থান পরির্দশনে এমপি রতন
ধর্মপাশা সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রতিবন্ধী স্কুলের স্থান ও যাতায়াতের জন্য রাস্তা পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রতিবন্ধী স্কুল স্থাপনের স্থান পরির্দশন করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা সদর দুধবহর গ্রামে প্রতিবন্ধী স্কুল স্থাপনের স্থান পরিদর্শন করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নুরী, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় এমপি রতন বলেন— প্রতিবন্ধীরাও মানুষ তাদেরকে অবহেলা করা ঠিক নয়। আসুন সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই।