ছাত্রদলের মাধ্যমে বিএনপির আন্দোলন শুরু হয়েছে: খন্দকার মোশাররফ
সময় সিলেট ডেস্ক

ছাত্রদলের মাধ্যমে রাজপথে বিএনপির আন্দোলন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন— দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ‘শান্তিপূর্ণ মিছিলে’ ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশ আয়োজন করে। সম্প্রতি ছাত্রদলের ‘শান্তপূর্ণ মিছিলে’ হামলার প্রতিবাদ ও নিন্দা জানান সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা। ছাত্রদলের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন সবাইকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন খন্দকার মোশাররফ।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী’সহ অনেক রাজনৈতিক নেতাকে হটানোর উদাহরণ টেনে খন্দকার মোশাররফ হোসেন বলেন— ‘জনগণের সমর্থন থাকলে কেউ গুন্ডামিতে যায় না। আপনাদের পায়ের নিচে মাটি নেই। ছাত্রদলের নেতা-কর্মীরা এ দেশের মানুষের সন্তান। ছাত্রদলের সঙ্গে বিএনপির অঙ্গসংগঠনগুলো রয়েছে।’
হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন— বিশ্বজিৎ, আবরারের মতো অনেককে হত্যা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। যারা প্ররোচনা দিচ্ছেন, তারা বিনা ভোটে নির্বাচিত সরকার। তাদের কোনো কমিটমেন্ট নেই।




