‘বাংলাদেশকে এগিয়ে নিতে সমঅধিকার নিশ্চিত করার আহবান’
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত শাহপরান থানা সন্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন— মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।
সমঅধিকার প্রতিষ্ঠায় ও দেবোত্তর সম্পত্তি রক্ষায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উপর জোরদিয়ে বক্তারা বলেন— আমরা সকলে মিলে দেশপ্রেমিক মানুষ হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে, সমঅধিকার নিশ্চিত না হলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হয়ে উঠবে না।
শুক্রবার (২৭ মে) সকাল এগারোটায় মজুমদার শ্রী শ্রী বুড়া শিব বাড়ি হলরুমে শাহপরান থানা সন্মেলনে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেট-এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত-এর পরিচালনায় সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সন্মেলন উদ্বোধন করেন মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সমাজ সেবক সত্যজিত দে সুব্রত, বুড়া শিব বাড়ি মন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎ দেবরায় বিশু, মহানগর পূজা উদযাপন পরিষদ-এর সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট সদর উপজেলা শাখার সভাপতি নিলেন্দু ভুষম দে অনুপ, মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক চন্দন দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, যুবনেতা ও সংগঠক মিঠু তালুকদার, সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধি অলক চক্রবর্তী, বীরেশ দেবনাথ, দেবব্রত দত্ত চৌধুরী মৃদুল, মনোরঞ্জন বিশ্বাস, প্রহল্লাদ দেবনাথ, মিলন ওরাও, অভিজিৎ দে সুমন, কানাই বিশ্বাস, নান্টু রঞ্জন সিংহ, দীপলাল দর, কোতোয়ালি থানা কমিটির সভাপতি এডভোকেট অরবিন্দ দাশ গুপ্ত প্রমুখ।
সন্মেলনে বিষয় নির্ধারণী কমিটির সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বীরেশ দেবনাথকে সভাপতি ও শংকর চক্রবর্তী শংকুকে সাধারণ সম্পাদক করে কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়।
সন্মেলনে মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ, শাহপরান থানার অন্তর্ভুক্ত পূজা পরিষদ নেতৃবৃন্দ, সকল সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।