খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল দলকে সেলিম জে আহমেদ’র জার্সি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন (অনুর্ধ্ব ১৭) ফুটবল দলের খেলোয়ারদের জার্সি প্রদান করেছেন— যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী দানবীর সেলিম জে আহমেদ।
গত শনিবার (২১ মে) দুপুরে স্থানীয় মুফতির বাজারে দানবীর সেলিম জে আহমেদ যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রতিনিধির মাধ্যমে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০২২” এ অংশগ্রহনকারী ২নং খাজাঞ্চী ইউনিয়ন (অনুর্ধ্ব ১৭) ফুটবল দলের ২০জন খেলোয়াড়ের মাঝে এই জার্সি প্রদান করেন।
জার্সি প্রদানকালে— খানদানী স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান আ ক ম এনামুল হক মামুন, খাজাঞ্চী ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. হেলাল মিয়া, রয়েল এফ.সি খাজাঞ্চী’র সভাপতি জয়নাল আহমদ, ফুটবলার সুরমান আলী, হাবিব, বাদশা, শাহিন, আনহার, মোর্শেদ’সহ অন্যান্য খেলোওয়াররা উপস্থিত ছিলেন।
এ সময় দানবীর সেলিম জে আহমেদ বলেন— খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও শরীরের বিকাশ হয়। তাই খেলাধুলায় আমাদের যুব সমাজকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন— একজন ভাল খেলোয়াড় দেশ ও জাতির গর্ব। এ জন্য খেলোয়ারদের পরিচর্যা করতে হবে। তাহলেই একজন ভাল খেলোয়ার তৈরী হবে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে ‘মনোযোগ এবং শৃংখলার সাথে ক্রীড়ানৈপুন্যপূর্ণ খেলা উপহার দিয়ে খাজাঞ্চী ইউনিয়নবাসীর মুখ উজ্জল করতে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীতেও খেলাধুলার চর্চা ও মনন বিকাশে তার এই দানের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেন।’