বিশ্বনাথে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র ঢেউটিন প্রদান
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুলের এক দারিদ্র পরিবারে ৩০ হাজার টাকার ঢেউটিন প্রদান করেছে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) দারিদ্র ঐ পরিবারের হাতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিনিধি, সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া, ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক মামুন আহমদ এবং খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান ৫ বান ঢেউটিন তুলে দেন।
‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, দানবীর সেলিম জে আহমেদ-এর অর্থায়নের দীর্ঘদিন যাবত দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ট্রাস্টের মাধ্যমে ত্রাণ সামগ্রী, গৃহনির্মাণ, টিউবওয়েল স্থাপন, ঢেউটিন প্রদান, বিয়ে সহায়তা, রাস্তা নির্মাণ, শিক্ষা উপকরণ’সহ নানাবিধ সহায়তা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধিগণ গত ২৭ মে ২০২২ ইং ইউনিয়ন ব্যাপী বাড়ি বাড়ি গিয়ে বন্যা দুর্গতদের মাঝে ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।
‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ অত্যান্ত সুনামের সাথে দেশের বিভিন্ন এলাকার হতদরিদ্র জনগোষ্ঠী মাঝে সেবামূলক কার্যক্রম পরিচালনায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবধান রাখছে প্রতিনিয়ত।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ ভার্চুয়ালী এক আলোচনায় জানিয়েছেন— তাদের এই সেবাধর্মী কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।