বিশ্বনাথে সহস্রাধিক বন্যাদূর্গতদের মধ্যে ইয়াহ্ইয়া চৌধুরীর ত্রাণ বিতরণ
সময় সিলেট ডেস্ক
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টিও যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার মাধ্যমে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ও খাজাঞ্চী ইউনিয়নের ১ হাজার ১০০ বন্যাদূর্গত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে রামপাশা ইউনিয়নের ৬৩৬ এবং খাজাঞ্চীর ৪৭৪ পরিবার রয়েছে। আর্ন্তজাতিক সাহায্য সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’র মাধ্যমে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুন) পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের প্রত্যেকক পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম খাজুর দেওয়া হয়। রামপাশা ও খাজাঞ্চী ইউনিয়নের পৃথক দুটি কাউমনিটি সেন্টারে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
বক্তব্যে তিনি বলেন— ক্ষমতায় না থাকলেও বিশ্বনাথ এবং ওসমানীনগরবাসী আমার একান্ত আপনজন। তারা আমার আত্মার আত্মীয়। তাই নিজের পক্ষ থেকে এবং অন্যান্য সংস্থার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্ঠা করছি মাত্র।
পৃথক পৃথক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল আল রাজী চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’র চীফ কার্লা আইভেট হুইচ হার্নান্ডেজ।
এ সময় পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, জয়নাল আহমদ মিয়া, প্যানেল চেয়ারম্যান হবিবুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রব রাজু, ফখরুল ইসলাম, ইউপি সদস্যা আছারুন বেগম, রামপাশা ইউপি জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিক হোসেন, সংগঠক এমএইচ খান পারভেজ প্রমুখ।