নবীগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে কলেজ ছাত্র বিপ্লব ঘোষ (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বিপ্লব ঘোষ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের পুত্র। সে নবীগঞ্জ সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়— বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন বিপ্লব ঘোষের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে এস আই আবু সাঈদ জানান— নিজ বসত ঘরে তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে ময়না তদন্ত শেষে পারিবারিক শ্মশানঘাটে দাহ করা হয়েছে।