দিরাইয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে ভস্ম
দিরাই সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাইয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নদী ও হাওরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করে আগুন জ্বালিয়ে ভস্ম করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহ দিনব্যাপী উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করা হয়। পরে বিকেলে জব্দকৃত অবৈধ জাল দিরাই থানা ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়।
এছাড়া গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ৩৯ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪০০ মিটার কোনা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফুল আলম জানান— বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন স্থানের উন্মুক্ত জলাশয় থেকে কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দিরাই থানার উন্মুক্ত স্থানে জব্দকৃত জালগুলো বিনষ্ট করে। তিনি বলেন— বর্ষা মৌসুমের শুরু থেকে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে কারেন্ট জাল, কোনা জাল, প্লাস্টিক ছাঁই ও পোনা মাছ জব্দ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহ বলেন— দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এসব অবৈধ জাল বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ সকল জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।