নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৫ কারবারি গ্রেফতার
নবীগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ২০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে— সজল দাস (৩৫), বিপন দাস (২০), দীপক দাস (২৫), জগন্নাথ দাস (২১) ও সাগর দাস (১৯)।
শুক্রবার র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল নবীগঞ্জ থানার মিনাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়— গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




