ইয়াং স্টার ক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম ভাটপাড়া গ্রামের বন্যায় কবলিত ও অসহায় দিনমজুর মানুষের জন্য ইয়াং স্টার ক্লাবের ফ্রি চিকিৎসা সেবা ও মেডিসিন প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) দুপুর থেকে অনুষ্ঠিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায় রুগীকে ফ্রি চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়।
জনহিতকর মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন— ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা ও ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান রিপন, ক্লাবের উপদেষ্টা ও ইসলামপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি বাহারুল ইসলাম বাহার, ক্লাব উপদেষ্টা তোরাব আলী, অপরূপা সমাজ কল্যাণ সংঘের জামাল আহমদ, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, অর্থ সম্পাদক ইমন আহমদ, ক্রীড়া সম্পাদক কাওছার উজ্জামান, সদস্য দুলাল আহমদ, রুমেল আহমদ প্রমুখ।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন— ডা. তামান্না তাবাসসুম, (এম.বি.বি.এস) নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. মো. জামিল ইসলাম (এম.বি.বি.এস) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. পঙ্কজ শর্ম্মা (এম.বি.বি.এস) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর আয়োজিত এই সেবাধর্মী কার্যক্রমে এলাকাবাসী সন্তোষে প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সকলে আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় ডাক্তারদেরকে ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।