কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদ বিজ্ঞপ্তি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন।’ প্রতিপাদ্যের আলোকে গতকাল রবিবার বিকেলে শহিদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ জাতের গাছ রোপণ করা হয়।
এ সময় অধ্যক্ষ মো. গোলাম নবী, ক্লাবের সভাপতি আবিদুর রহমান, সহ-সভাপতি ফায়জুর রহমান, সেলিম খন্দকার, সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, উবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক রানা, কোষাধ্যক্ষ সাজিদুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. সোলাইমান, সদস্য বেদন আহমদ বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।