৩ বছরেও মহিন্দ্র হত্যার রহস্য উদঘাটন হয়নি : মূল হোতাকে ধরল র্যাব
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটের চাঞ্চল্যকর মহিন্দ্র মালাকার (২৫) হত্যা মামলার মূল আসামি মধু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
রবিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল র্যাব ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার (৪ জুন) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার সদর উপজেলার বড় বহুলা এলাকা থেকে মধু মিয়াকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়— ২০১৮ সালের ৩ অক্টোবর চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পূর্বপাড়ে যমুনাঘাট নামক স্থানে মহিন্দ্র মালাকারকে (২৫) হত্যা করে ফেলে যায় দৃর্বৃত্তরা। এই হত্যাকান্ডে মহিন্দ্র মালাকারের পিতা মনোরঞ্জন মালাকার চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৩ বছর পরেও এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা সম্ভব না হলে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প কর্তৃক মামলাটি ছায়া তদন্তে মূল হোতা মধু মিয়াকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়।জিজ্ঞাসাবাদে আসামির নেতৃত্বে এই হত্যাকান্ড সংঘটিত হয় মর্মে স্বীকার করেছে।