পিকে-শাকিরার ১১ বছরের সম্পর্কে বিচ্ছেদ
বিনোদন ডেস্ক
স্পেনকে বিশ্বকাপ জেতানো তারকা জেরার্ড পিকে ও শাকিরার মাঝে সম্পর্ক ফাটলের পথে এমন খবর গত কয়েক মাস যাবৎ বিশ্বের গণমাধ্যমে একাধিকবার শোনা গেলেও শেষ পর্যন্ত সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন পিকে ও শাকিরা। সময়টিভি অনলাইন
২০১০ ফুটবল বিশ্বকাপে মাঠের খেলায় একদিকে বিশ্বের নজর কেড়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার পিকে আর বিশ্বকাপ নিয়ে ওয়াক ওয়াকা শিরোনামে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন কলাম্বিয়ান গায়িকা শাকিরা। সেখান থেকেই বিশ্ব গণমাধ্যমে আলোচনায় উঠে আসে পিকে ও শাকিবারর প্রেমের গল্প। বিয়ে না হলেও তাদের ঘরে আলোকিত করে দুই সন্তান। শাকিরা ও পিকের দাবি সন্তানদের ভালোর কথা বিবেচনা করেই নাকি তারা সম্পর্কের ইতি টেনেছেন।
বিচ্ছেদের খবর জানানো বিবৃতিতে পিকে-শাকিরা বলেন— আমরা সম্পর্কের ইতি টেনেছি। এটা আমাদের সন্তানদের ভালোর জন্যই। কারণ সন্তানরাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কাছে তাদের গোপনীয়তার জন্য অনুরোধ করছি। বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
এর আগে পিকের প্রতি ক্ষোভ জানিয়ে তে ফেলিসিতো নামক শিরোনামের গানটিতে শাকিরা বলেন— আমি তোমাকে গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি। আমাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু মনোযোগ দিইনি তখন। এরপর আমি জানতে পারলাম যে তোমারটা (ভালোবাসা) মিথ্যা ছিল। আমি তোমাকে ভালোভাবেই জানি, আমি জানি তুমি মিথ্যাবাদী। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, সন্দেহ নেই তুমি ভালো অভিনেতা, আশা করছি তোমার অভিনয় চলতেই থাকবে, তোমাকে সেখানেই মানায়।
বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের মতে পিকের সম্পর্ক আছে নিজ ক্লাব সতীর্থ গ্যাভির সঙ্গে। এই খরব ছড়িয়ে পরার পর পিকেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করে দেন গ্যাভি। তবে পিকের এই সম্পর্কের দাবি করেন কেনিয়ার ক্রীড়া সাংবাদিক স্টিফেন মুকাঙ্গাই।
নিজের ভেরিফায়েড ফেসবুকে এই সাংবাদিক একটি পোস্টে বলেন— পিকে তার (গ্যাভি) মায়ের সঙ্গে প্রেম করছেন- এ বিষয়টি জানার পর গ্যাভি সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ধরনের প্লাটফর্মগুলোতে সতীর্থকে (পিকে) আনফলো করে দিয়েছেন। বর্তমানে জাতীয় দল স্পেন নিয়ে গ্যাভি এখন হতাশায় ভুগছে।