তাহিরপুরে আনসার সদস্যদের মাঝে ভাতা বিতরণ
তাহিরপুর সংবাদদাতা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ কারী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পিসি এপিসি ও আনসারসহ ১৭০ জন সদস্যদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুন) সকালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কমান্ডার আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, আনোয়ারুল আলম, শাহান শাহসহ সকল পিসি এপিসি ও আনসার সদস্যগণ উপস্থিত ছিল।
আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান— গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলা থেকে অংশ গ্রহণকারী পিসি এপিসি ও আনসার সদস্য’সহ ১৭০ জনের মধ্যে বরাদ্দ কৃত ভাতা প্রদান করা হয়েছে।