ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র গুরুতর আহত
সময় সিলেট ডেস্ক
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থী। সোমবার ভোরে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুর্জয় কুমার দাস সিলেট পলিটেকনক্যাল কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্জয়ের স্বজনরা জানান— ঢাকা থেকে ট্রেনে করে সিলেট ফিরছিলেন দুর্জয়। সোমবার ভোরে সিলেট রেলওয়ে স্টেশনে নেমে তিনি হেঁটে স্টেশন এলাকা পার হচ্ছিলেন।
রেলওয়ে স্টেশনের মূল গেইটের পাশে পাবলিক টয়লেটের সামনে আসামাত্রই একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তারা দুর্জয়কে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে যায়। সাথেসাথে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন— ভোরে রেলওয়ে স্টেশন কম্পাউন্ডের ভেতরে পলিটেকনিক ইনস্টিটিটিউটের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। আমরা এরপর থেকেই হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।
তিনি বলেন— ঘটনাটি রেলওয়ে স্টেশন এলাকায় হওয়ায় এটি রেলওয়ে থানার আওতাধীন।