শান্তিগঞ্জে হাজিপাড়া ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
শান্তিগঞ্জ সংবাদদাতা
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে শত্রুমর্দন হাজি পাড়া ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে দূরন্ত স্পোর্টিং ক্লাব শত্রুমর্দন হাজি পাড়ার আয়োজনে পাগলা সরকারি মডেল হাই স্কুল এ্যান্ড কলেজ মাটে এই ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়। লীগের উদ্বোধন করেন— শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ফয়জুল হকের সভাপতিত্বে ও শত্রুমর্দন হাজি পাড়া একতা যুব সংঘের সভাপতি আজাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— শান্তিগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান আবুল কালাম। আরও বক্তব্য রাখেন— সুনামগঞ্জ সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান।
এ সময় উপস্থিত ছিলেন— গণমাধ্যমকর্মী নাহিদ আহমেদ, শত্রুমর্দন একতা যুব সংঘের সহ-সভাপতি আব্দুল মালিক, বদরুল ইসলাম, আবু সাঈদ, সাধারণ সম্পাদক জামির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শায়েখ মিয়া, অর্থ সম্পাদক একদিল হোসেন, সদস্য আলম, জম্মাত মিয়া, নুর আহমদ, নবী হোসেন, মকবুল মিয়া, সোহেল, আলমগীর’সহ আরও অনেকেই। উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন— ক্রীড়াবিদ তোফায়েল আহমেদ পাভেল।