বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত
বিশ্বনাথ সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম এবং সমাজভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টি পারপাস হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।
‘মানুষের জন্যে ফাউন্ডেশন’ এবং ‘এফসিডিও’র অর্থায়নে এ মতবিনিময় সভাটি বাস্তবায়ন করেছে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
সভায় বক্তারা বলেন— প্রতিবন্ধীরাও মানুষ। তারা সমাজের বুঝা নয়। সকল প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সমাজের সকল শ্রেনী পেশার সনচেতন জনসাধারণকে এগিয়ে আসতে হবে। যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও চাকুরী করার সুযোগ করে দিতে হবে।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে ও সিআরপির বিভাগীয় প্রকল্প কর্মকর্তা গিয়াস উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— সিআরপি’র প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, আব্বাস হোসেন ইমরান ও সংগঠক শফিক আহমদ পিয়ার।
প্রতিবন্ধকতাসহ আরও বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামাল হোসেন, কোষাধ্যক্ষ হালিমা বেগম, সিআরপির সুবিধাভোগী প্রতিবন্ধী গোলাম রাব্বানী ও শাহিন আহমদ।
বক্তব্যে তারা বলেন— কারও করুণা নয়, নিজেদের মেধা ও যোগ্যতা অনুযায়ী তাদের চাকুরীর পাশাপাশি সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং যেকোন দুর্যোগে অন্য ক্ষতিগ্রস্তদের মতো তাদেরকেও অগ্রিধিকার দেওয়ার আহবান জানান।
মতবিনময় সভায় উপস্থিত ছিলেন— বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, সাংবাদিক নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জুহিনা বেগম, যুগ্ম সম্পাদক জাহেদা আক্তার, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন বেগম, নির্বাহী সদস্য প্রিয়া বেগম, পিংকু দেব প্রমুখ।