দু’দিনের সফরে আজ সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী
সময় সিলেট ডেস্ক
দুই দিনের সফরে আজ শুক্রবার (১০ জুন) সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা ও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালায় যোগ দেওয়ার মধ্য দিয়ে কর্মব্যস্ত দুটি দিন পার করবেন তিনি।
জানা গেছে— পররাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে ইউএস বাংলা বিমানের একটি ফ্লাইটে চড়ে শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট এসে পৌঁছবেন। এরপর বেলা ১১ টায় নগরীর বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তর সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের সংলাপ অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
বিকাল ৪টায় সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে সিলেটে সম্মিলিত নাগরিক আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন পররাষ্ট্রমন্ত্রী।
পরে রাত ৮টায় নগরীর হোটেল নির্ভানা ইনে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পরদিন শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ধোপাদিঘীরপাড়ের নান্দনিক ওয়াকওয়ে, ক্লিনার্স কলোনি বিল্ডিং ও চারাদিঘীরপাড়ের স্কুল বিল্ডিং উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। পরে বেলা ২টায় সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত স্মরণে নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দিবেন।
বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট কলেজের উদ্ধোধন করবেন। বিকাল সাড়ে ৪টায় সিলেট এমসি কলেজ কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে ‘রোমন্থন’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন ড. এ কে আব্দুল মোমেন।
বিকাল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী খাদিমপাড়ায় এফআইভিডিবি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সর্বশেষ রাত ৮টায় সিলেট এয়ারপোর্ট রোডের নয়াবাজার এলাকার ‘হোটেল গ্রান্ড সিলেট’র উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। পরে রাত ১১ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ছাড়বেন ড. এ কে আব্দুল মোমেন।