সিলেটে নদ-নদীর পানি কমছে, বাড়ছে ছাতক-দিরাইয়ে
স্টাফ রিপোর্টার
সিলেটের সকল পয়েন্টে প্রায় সব নদ-নদীর পানি কমা অব্যাহত রয়েছে। তবে ছাতকে সুরমা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নতুন করে সুরমা নদীর পানি দিরাই পয়েন্টে বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো সিলেট সূত্রে এই তথ্য জানা গেছে।
পাউবোর তথ্য মতে— সুরমা নদীর পানি শনিবার ছাতক পয়েন্টে ৮.৬৩ মিটার। যা শুক্রবার ছিল ৮.৭৮ মিটার। শনিবার সুরমা নদীর পানি দিরাই পয়েন্টে ছিল ৬.১৪ মিটার, যা শুক্রবার ছিল ৬.০৯ মিটার। এই পয়েন্টে গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে ছাতক পয়েন্টে গেল ২৪ ঘন্টায় পানি না বাড়লেও নদীর পানি এখনো বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পাউবো সিলেট আরো জানায়— শনিবার দুপুরে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ছিল ১১.৭৫ মিটার, শুক্রবার ছিল ১২.১৮ মিটার। সিলেট পয়েন্টে সুরমার পানি শনিবার ছিল ৯.৯৪ মিটার, শুক্রবার ছিল ১০.১৪ মিটার। যাদুকাটা নদীর পানি শনিবার শক্তিয়ারখলা পয়েন্টে ছিল ৬.৫৫ মিটার, যা শুক্রবার ছিল ৬.৭৪ মিটার। কুশিয়ারা নদীর পানি শনিবার অমলশিদ পয়েন্টে ছিল ১৩.১৬ মিটার, যা শুক্রবার ছিল ১৩.৫১ মিটার।
এই নদীর পানি শনিবার শেওলা পয়েন্টে ছিল ১১.৩০ মিটার, যা শুক্রবার ছিল ১১.৫৬ মিটার। কুশিয়ারা নদীর পানি শনিবার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ছিল ৯.৬২ মিটার, যা শুক্রবার ছিল ৯.৬৮ মিটার। এই নদীর পানি শেরপুর পয়েন্টে শনিবার ছিল ৭.৫৬ মিটার, যা শুক্রবার ছিল ৭.৬৩ মিটার। পিয়াইন নদীর পানি জাফলং পয়েন্টে শনিবার ছিল ৯.৯৯ মিটার, যা শুক্রবার ছিল ১০.১৮ মিটার। সারি গোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে শনিবার ছিল ১০.৩৩ মিটার। যা শুক্রবার ছিল ১০.৬১ মিটার।