সুনামগঞ্জে তাহসীনুল কুরআন ইউকে’র নগদ অর্থ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন— অস্বচ্ছল লোকদের পাশে দাঁড়ানো দয়াদাক্ষিণ্য করা নয়, বরং নৈতিক দায়িত্ব। আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদেও সাধ্যমত অসহায় গরীব ও বঞ্চিতদের সহায়তায় এগিয়ে আসা উচিৎ। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
তিনি শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে তাহসীনুল কুরআন ইউকে’র উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মো. ইকরামুল হকের সার্বিক ব্যবস্থাপনা ও মীযানুর রহমান জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সমাজসেবী আব্দুল লতিফ, মাহবুবুর রহমান ইকবাল, শাখাওয়াত হোসেন রাজীম, মমতাজ উদ্দীন ও সাইফুর রহমান প্রমুখ।