ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত : সাত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক সময়

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সাতজনের মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুদিন পর তাদের লাশ উদ্ধার করা হলো।
সিএনএন জানিয়েছে— ইতালির তাসকানি এবং এমিলিয়া রোমানিয়া অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকা থেকে প্রথমে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। পরে আরো দুটি মরদেহ পাওয়া যায়।
এর আগে বৃহস্পতিবার সাতজন আরোহী নিয়ে তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। বৈরী আবহাওয়ার জেরে আকাশযানটি নিখোঁজ হয়ে যাওয়ার কথা প্রাথমিকভাবে জানানো হয়েছিল।
নিহতদের মধ্যে চারজন তুরস্কের এবং দু’জন লেবাননের নাগরিক। তারা ব্যবসায়িক কাজে ইতালিতে অবস্থান করছিলেন। নিহত আরেকজন হলেন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক। সূত্র : সিএনএন




