গোয়াইনঘাটের লক্ষাধিক মানুষ ফের পানিবন্দি
গোয়াইনঘাট সংবাদদাতা
চতুর্থ দফা বন্যায় আক্রান্ত সিলেটের গোয়াইনঘাট। সড়ক পথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লক্ষাধিক মানুষ আবারও পানিবন্দি রয়েছেন। দুর্বিসহ ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ।
একের পর এক বন্যায় অপূরনীয় ক্ষতি হয়েছে মাঠের ফসলের। গোলায় উঠেনি ধান। বন্যা আর ভারী বর্ষনে শ্রমিকরা বেকার। পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে।
রবিবার (১২ জুন) রাতের বর্ষনে পাহাড়ী ঢল নেমে সৃষ্ট বন্যায় সোমবার আবার প্লাবিত হয়ছে বিস্তীর্ণ এলাকা। হাওরাঞ্চলসহ লক্ষ মানুষ পানিবন্দি রয়েছেন।
গোয়াইন নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি রাতে হচ্ছে ঝড়। জেলা উপজেলার সাথে সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে।