বন্যার্তদের মাঝে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র নগদ অর্থ বিতরণ
সময় সিলেট ডেস্ক
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রায় শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’।
গত শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ’র অর্থায়নে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি, প্রবীণ মুরব্বী হাজী মো. তেরা মিয়া’র সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর’র সঞ্চালনায় উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— বিশ্বনগর হ্যাল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, খ্যাতিমান স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম এনামুল হক মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র বাংলাদেশ শাখার আহবায়ক ও এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক শায়েস্তা মিয়া, ট্রাস্টের যুগ্ম সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতী, সাংবাদিক সমুজ আহমদ সায়মন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ট্রাস্টী শামীম আহমদ, বাংলাদেশ কমিটির অর্থ সচিব আল মামুন, সালমান আহমদ মাহফুজ, সদস্য শাহ আলম চিশতী প্রমুখ।