‘বিদ্যুৎ সংকট’ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা আজ
সময় সিলেট ডেস্ক
লোডশেডিংয়ের বিড়ম্বনায় সারা দেশ। তীব্র গরমে দিন রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন বিপন্ন। সারা দেশেই এই বিদ্যুৎ–সংকট চলছে। কোথাও কোথায় দিনরাত মিলিয়ে ১১-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের চলমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া সভায় বিদ্যুৎ–সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকবেন।
চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।