চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাউল বিতরণ করা হয়।
চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন— পৌরসভার মেয়র মো. সাইফুল আলম রুবেল।
প্যানেল মেয়র ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল হান্নানের ওয়ার্ডে জনপ্রতি ১০ কেজি করে ৫৪০ পরিবারের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন— পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, দৈনিক সংবাদ প্রতিনিধি শঙ্কর শীল, পৌরসভার কর আদায়কারী মো. সিদ্দিক আলী প্রমুখ। এ ছাড়াও পৌরসভার কাউন্সিলরগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬.২১০ মেট্রিকটন চাউল ৪ হাজার ৬২১ পরিবারকে ১০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণ করা হয়।