দিরাইয়ে ইউপি সদস্যের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলা
সময় সিলেট ডেস্ক
সুনামগঞ্জের দিরাইয়ে ইউপি সদস্য ও তার সহযোগীদের হামলায় এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দবির মিয়া বলেন— শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও আমি মোটরসাইকেল যুগে দিরাই শহরে যাবার পথে দিরাই শ্যামারচর রোডে ফাতেমা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা ওই ইউনিয়ন পরিষদের সদস্য খসরু মিয়া ও তার সহযোগী ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় চেয়ারম্যানকে বেধড়ক মারধর করে। আমরা কিছু না বুঝার আগেই তারা চেয়ারম্যানকে গুরুতর আহত করে রাস্তার পাশে আমন খেতে ফেলে দেয়। এরপর আমি তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে দিরাই হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দিরাই থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন— এখনও কোনো মামলা হয়নি।
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের ওপর অনিয়মের অভিযোগ আনেন ইউপি সদস্য ছাইদ আহমদ খসরু। এ নিয়ে খসরুকে মারধর করে চেয়ারম্যানের লোকজন। এ ঘটনা নিয়ে থানায় উভয়পক্ষ অভিযোগ করেন।
একাধিক ইউপি সদস্য চেয়ারম্যানের কাছে ১০ কেজি করে ভিজিএফের চাল পেতে উপকার ভোগীর তালিকা দিলেও তারা পাননি বলে অভিযোগ করেন।