সিলেট নগরীর রাজপথ এখন ফাঁকা : নেই কোলাহল-যানজট
সময় সিলেট ডেস্ক
সিলেট মহানগরীর নিত্যদিনের দুঃসহ যানজট থেকে মুক্তি দিয়েছে ঈদের ছুটি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত সদা জাগ্রত থাকে নগরীর রাজপথ থেকে অলিগলি। সেই চিরচেনা নগরী এবার ঈদ যাত্রায় সিলেট এখন ফাঁকা। নেই কোলাহল, নেই যানজট।
এদিকে যানজট না থাকলেও রাজপথ দখলে নিয়েছে সিএনজি আর প্রাইভেটকার, ইঞ্জিল চালিত রিক্সা। তবে ভয়াবহ বন্যার শিকার সিলেটের অসংখ্য পরিবারে নেই ঈদের আনন্দ।
রবিবার (১০ জুলাই) নগরের বিভিন্ন সড়কে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরো নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে আছে। রাস্তায় মানুষের আনাগোনা যেমন কম, তেমনই গাড়ির চাপও কম। যানজট না থাকায় মানুষ সহজেই দ্রুত যাতায়াত করতে পারছেন।
নগরীর প্রধান কয়েকটি সড়ক সংলগ্ন বিপনি বিতান, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, মুদি দোকান, খাদ্যসামগ্রী এমনকি জরুরি ওষুধের দোকান’সহ বেশিরভাগই বন্ধ।
সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা এসব পয়েন্টে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটাই কোলাহলমুক্ত ছিল। তবে বেলা গড়ানোর সাথে সাথে মানুষের আনাগোনা বেড়েছে। কুরবানির মাংস নিয়ে অনেকে যাচ্ছিলেন আত্মীয়-স্বজনের বাড়িতে। কেউ কেউ পরিবার নিয়ে ছুটেছেন বেড়াতে।
নগরীর অনেক স্থায়ী বাসিন্দারা জানান— রাস্তা ফাঁকা ও যানবাহন কম থাকার পাশাপাশি যানজট না থাকায় রিকশা ও সিএনজিচালকদের আয় ভালো হচ্ছে। তবে রিকশা ও সিএনজিচালকরা বাড়তি ভাড়া দাবি করছেন বলে জানান তিনি।
তবে নগরীতে ঈদের আমেজ থাকলেও, বানভাসী অনেক পরিবারেই আনন্দের দেখা নেই। বন্যার পানি না নামায় এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন অনেক মানুষ। ফলে এবারের ঈদ কাটছে আশ্রয়কেন্দ্রে বা অন্যদের ঘরে আশ্রিত হয়ে। অনেকের আবার ভাঙা ঘরে।