বাংলাদেশে করোনায় মৃত্যু আরো ২, শনাক্ত ৮১৪
সময় সিলেট ডেস্ক
দেশে একদিনে করোনায় শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৮১৪ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩৯ জন। ৮১৪ জনের মধ্যে রাজধানীতেই ৫৭৫ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ৭১ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৯ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২০০ জনে।
নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১০০৯ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়— দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ২ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬৩৮ জন এবং নারী ১০ হাজার ৫৬২ জন।
২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়— ৭১ থেকে ৮০ বছরের ২ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন ঢাকা বিভাগের, ময়মনসিংহ বিভাগে ১ জন বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬০০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন , খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৪০ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী শনাক্ত হয়েছন।