আজমিরিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ : আহত অন্তত ৪০
আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ডের দখলকৃত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আজমিরিগঞ্জের শিবপাশা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়— সকালে শিবপাশা বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ডের জন্য দখলকৃত জায়গায় একটি ঘর নির্মাণ শুরু করে শিবপাশার বন্দেরহাটি গ্রামের মনির হোসেন। এতে অটোরিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দ বাধা দেয়। এ সময় মনির হোসেন জায়গাটি যশকেশরী গ্রামবাসীর দাবি করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বানিয়াচং ও হবিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী জানান— সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে জানান তিনি।