শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি : বিক্ষোভে উত্তাল কলম্বো
আন্তর্জাতিক সময়
শ্রীলঙ্কায় গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কলম্বো ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়— শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে— যেহেতু প্রেসিডেন্ট দেশের বাইরে তাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে রাজধানী কলম্বোর ফ্লাওয়ার রোডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
বিবিসি জানিয়েছে— আজকে রাজধানীর চারপাশে বিক্ষোভকারীরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে আসছে। এ সময় তারা বিভিন্ন গোতাবায়া সরকারবিরোধী বিভিন্ন স্লোগান এবং বক্তব্য দিচ্ছে।