ধর্মপাশা ও জামালগঞ্জে ১১০০ পরিবার পেল ত্রাণ সহায়তা
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার ৩৩টি গ্রামে বন্যার্ত ১ হাজার ১০০ দরিদ্র পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বেসরকারি সংস্থা গুড পিপল ইন্টারন্যাশনালের উদ্যোগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসব ত্রাণ সামগ্রী বিতরণের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডক্টর জহিরুল আলম সিদ্দিকী।
সোমবার ১১টায় ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওলা নবীনগঞ্জ বাজারে এই ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন শুভ উদ্বোধন করা হয়।
এ উপস্থিত ছিলেন— সংস্থার বাংলাদেশ শাখার পরিচালক মো. ফেরদৌস, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল আলম সিদ্দিকী, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম, রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল মোমেন, জয়শ্রী গ্রামের বাসিন্দা নূরে আলম সিদ্দিকী, হলিদাকান্দা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, সাংবাদিক সাদ্দাম হোসেন ও সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।