তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবার পেল পাকা ঘর
তাহিরপুর সংবাদদাতা
মুজিববর্ষে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে আরও ৪০টি ঘর পেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন মানুষ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টা উপজেলা প্রশাসন আয়োজনে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, পিআইও কাজী মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহিরপুর আবুল হোসেন খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইকবাল কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, বাদঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পল্লী সঞ্চায়ন ব্যাংক ম্যানাজার মনোলাল রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।