ওসমানী বিমানবন্দরে প্রবাসী নারী নেত্রী নীপা সংবর্ধিত
সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাজ্য প্রবাসী মহিলা সংস্থা তরুছায়ার প্রতিষ্ঠাতা চেয়ার্যান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি শুক্রবার (২২ জুলাই) সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেটের নারী সংস্থা তরুছায়া সংগঠনের নেতৃবৃন্দরা তাকে এই সংবর্ধনা প্রদান করেন। এরপর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে নগরীর বালুচরে বাসভবনে নীপাকে নিয়ে যান ভক্ত অনুরাগীরা।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নারী নেত্রী শেখ রওশন আরা নীপা বলেন— আজ আমি খুবই আনন্দিত। আপনারা আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তার ঋণ কোনদিন শোধ করতে পারব না। আশা করব আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি শেখ রীনা বেগম,শেখ নাজমা বেগম, মিছবাউল ইসলাম, নুরুন্নাহার, রিপা, মাহবুবা, রুমা, ঝুমা, সুমি, সাহানা, সানজানা, আকলিমা, লিপি, সান্তনা, শেফালি, রুনা সাদিয়া, রাফি, সাজেদা, ওয়াহিদ, কলি প্রমুখ।